মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকূল ইউনিয়নে মোঃ নিরব (১৭) নামের একজন স্কুলছাত্রকে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।
“ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কুপিয়ে হত্যা”গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) আনুমানিক বিকেল ৫টার দিকে ইউনিয়নের কামারগাও এলাকায় এ ঘটনা ঘটে।
মোঃ নিরব মধ্য কামারগাও এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে। সে লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী ছিল।
মৃত নিরবের পরিবার ও স্বজনদের অভিযোগ, বিদ্যালয়ে ছাত্রীকে ইভটিজিংযের প্রতিবাদ করায় তাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহঃবার ভাগ্যকূল ইউনিয়নে কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীয়া প্রতিযোগিতা ছিল। উক্ত অনুষ্ঠানে গিয়েছিল নিরব ও তার বন্ধু সাব্বিরসহ আরও কয়েকজন বন্ধু। অনুষ্ঠানে এক ছাত্রীকে কয়েকজন ইভটিজিং করলে প্রতিবাদে এগিয়ে যান নিরব ও তার বন্ধুরা। এনিয়ে দুইপক্ষের মধ্যে বিরোধ দেখা দিলে স্থানীয় চেয়ারম্যনা বিষয়টি মীমাংসার কথা বলেন। কিন্তু ইভটিজিংকারীরা এর জের ধরে আজ সকালে কামারগাঁও এলাকায় বিদ্যালয়ের পাশে অবস্থানকালে বাঘড়া এলাকা থেকে প্রতিপক্ষ ১০-১৫জন যুবক প্রতিবাদী নিরবের ওপর নির্মম ভাবে হামলা চালায়। এবং তারা কুপিয়ে জখম করে নিরবকে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মেডিক্যাল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ আল তায়বীর গণমাধ্যমকে বলেন, উক্ত ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এবং মরাদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
বলাবাহুল্য এই যে, বর্তমানে এমন শত শত অন্যায় এবং বিরোধ তৈরি হচ্ছে প্রতিটি সমাজে।
এর একমাত্র কারণ, অবাদ মেলা-মেশা এবং পরিবারের বেখেয়ালিপানা। বর্তমানে কিশোর গ্যাং নামে একটি সন্ত্রাসী টীম তৈরি হচ্ছে বিভিন্ন পাড়া কিংবা মহল্লাতে। এছাড়াও অল্প বয়সে রাজনীতির সাথে যুক্ত হয়ে তৈরি হচ্ছে কিশোর গ্যাং। এদের আশ্রয় দিচ্ছে, সমাজের সুবাধাবাদীরা এবং রাজনীতিতে থাকা কিছু সুবিধাবাদী পাতিনেতারা। আজকাল আপনারা আপনাদের আশেপাশে খেয়াল করলে দেখবেন, প্রাইমারি থেকে শুরু করে হাইস্কুলের ছাত্র রাজনীতি করে, এবং তৈরি হয় কিশোর গ্যাং। আর এরাই একটা সময় হচ্ছে গাঁজাখোর, ইয়াবাখোর, সন্ত্রাসী।
এছাড়াও বর্তমানে টিকটক কিশোর গ্যাংয়ের বড় একটা মাধ্যম।
সমাজের উচ্চ বিত্ত থেকে শুরু করে পরিবার ও সমাজের প্রতিনিধি এবং আইন এই কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সচেতন না হয় এবং ঐক্যবদ্ধ না হয় তাহলে সামান্য ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কুপিয়ে হত্যা করা হবে শত শত নিরবকে।
সমাজ থেকে হারিয়ে যাবে প্রতিবাদী সন্তান। তৈরি হবে কিশোর গ্যাং নামের আতঙ্ক।
প্রতিটি মা-বাবাদের উচিত তার ছেলে-মেয়ের উপর নজর রাখা। কার সাথে মিশছে, কাদের সাথে বন্ধুত্ব করতেছে। কিন্তু এই ব্যাপারেই বেখেয়াল আমাদের মা-বাবারা। মনে রাখবেন আপনাদের ভুলের কারণে প্রাণ যাবে একজন নির্দোষ নিরবের প্রাণ এবং সারা জীবন এই ভুলের মাসুল দিতে হবে আপনাদেরও।
সমাজের নেতাদেরও সমাজ নিয়ে চিন্তা করা উচিত এবং সচেতন থাকা উচিত। তার দলে কারা রাজনীতি করতেছে, তাদের বয়স কেমন। তারা তার দলের কর্মী হওয়ার যোগ্য কিনা। তাদের মা-বাবা এই বিষয়ে অবগত আছে কিনা। তারা পড়া শোনা করে কিনা এবং অন্যায়কারী হিসেবে বড় হচ্ছে কিনা। কিন্তু না তারা এগুলো কখনোই করবে না কারণ তারা চায় তার দলে এমন হিংস্র কর্মী তৈরি হোক।
আমি সত্যিই জানিনা এর শেষ কবে হবে! কবে নিরাপদ থাকবে সমাজের সাধারণ মানুষ? কবে সঠিক ন্যায় বিচার পাবে এই সমাজের অসহায় মানুষগুলো?কবে সামান্য ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কুপিয়ে হত্যা করা হবে না আর কোনো নিরবকে!
A school student named Md. Nirab (17) was brutally hacked to death in Bhagyakul Union of Srinagar Upazila of Munshiganj.
The incident took place last Friday (February 9) around 5 pm in Kamargao area of the union.
Md. Nirab is the son of deceased Delwar Hossain of Madhya Kamargao area. He was an SSC candidate of Laujong Model Pilot High School.
The family and relatives of the deceased Nirab have alleged that the opponents hacked the student to death for protesting against sexual harassment in the school.
According to eyewitnesses and local sources, the annual action competition was held at Kazi Fazlul Haque High School in Bhagyakul Union on Thursday. Nirav and his friend Sabbir along with some other friends went to the event. Nirav and his friends went ahead to protest when a student was teased by some people in the event. If there is a dispute between the two parties, the local chairperson will resolve the matter. But as a result of this, the protestors mercilessly attacked 10-15 young protestors from Baghra area while they were standing next to the school in Kamargaon area this morning. And they cut and wound silently. When he was taken to the Srinagar Upazila Health Complex, the doctor on medical duty declared him dead.
Officer-in-Charge (OC) of Lohjong Police Station Ah Al Taybir told the media that efforts are underway to identify and arrest those involved in the incident. And Maradeh has been kept in Upazila Health Complex.
Needless to say, hundreds of such injustices and conflicts are being created in every society today.
The only reason for this is lack of entertainment and family misbehavior. Currently, a terrorist team called Kishore Gang is being formed in different neighborhoods or mohallas. Also juvenile gangs are being formed by joining politics at a young age. They are being sheltered by the opportunists of the society and some opportunistic male leaders in politics. If you look around you these days, students from primary to high school are playing politics, and youth gangs are forming. And these are at one time marijuana addicts, drug addicts, terrorists.
Also currently TikTok is a big medium for teenage gangs.
From the upper class of the society to the representatives of the family and the society and the law, if they are not aware and united against this juvenile gang, hundreds of silent people will be killed in this way.
Disobedient children will be lost from the society. The fear of juvenile gangs will be created.
Every parent should keep an eye on their children. Who is mixing with, who is making friends with. But our parents are careless about this. Remember because of your mistake an innocent soul will die and you will have to pay for this mistake for the rest of your life.
The leaders of the society should also think and be aware of the society. Who is doing politics in his party, how old are they? Whether they are eligible to be his party workers. Are their parents aware of this? Whether they listen to reading and grow up as wrongdoers. But no they will never do them because they want such violent cadres to be created in his party.
I really do not know when it will end! When will the common people of society be safe? When will the poor people of this society get proper justice?
Writer: Kalpo